মেজাজটা কিছুতেই বাগে রাখা যাচ্ছে না
মাথার ভেতর বিজ্ বিজ্ করছে অস্থির পোকারা
মগজের কোষ থেকে
                       খসে
                           খসে
                               পড়ে
                                   যাচ্ছে কবিতার শব্দেরা
আর খুঁজে পাচ্ছি না


করোনা হে, খবরদার রে, তুই হাত দিচ্ছিস আমার শব্দভান্ডারে


স্নেহময়ী মা
তাঁর কোনো কথার উত্তর না দিয়ে
আস্তে বন্ধ করে দেই দরজা
দারোয়ানের সাথে প্রতিদিন চিৎকার
“এই ব্যাটা তুই আমার নির্দেশ
অক্ষরে অক্ষরে পালন করছিস না
শুনতে চাই না করোনার অজুহাত
ঘাড় ধরে বের করে দেবো যদি এমন হয় কাল...”


আমাকে ইতর করে ফেলছে করোনা    


প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আমিও মুখোশ পরবো না
আর কাঁহাতক পারা যায় বলুন!
আয় ব্যাটা করোনা আমার শ্বাসনালী চেপে ধর
যা হয় হবে এসপার না হয় ওসপার
অনেক হয়েছে পরিবার ঘেষে ঘেষে সান্নিধ্য মধুময়
এবার চাইছি দূরত্ব, পরিমাণমতো  
যে দূরত্বে প্রেম আরো গাঢ় হয়


এই যে করোনা, আয়!


কোয়ারেন্টাইন ছুড়ে দিলাম সমুদ্রে
হারকিউলিসের মতো শাটডাউন ঠেলে উঠিয়ে দিলাম আকাশে
সামাজিক দূরত্ব কাছে টেনে চুমু খেলাম ফ্রেন্চ্ স্টাইলে


এই আমি বের হলাম
           তোর কুক্ষিগত এলাকায়
                  হাতে নেই গ্লাভস, মুখে মুখোশ


আয় তো আয়, কি করবি আয়!


(১৮.০৪.২০২০)