বেঁচে আছি করোনা কালে
কবিতা লিখতে বসলেই
কলমের নিবে উঠে আসে শব্দ - করোনা।


করোনা... করোনা...করোনা...


মত্তপ্রায় মানুষের
দ্রুতগামিতার শৃঙ্খল
করোনা!


অবিরাম অবিরত
মানুষের অভিলাষ
আমি এবং আমার
শুধু আমি আর আমার জন্য
লাগামহীন যতসব দৌড়
থামাতেই
করোনা!


কুটচালে প্রভাবশালী
দাপটে আর অহংকারী
ক্ষমতালিপ্সু অত্যাচারী
বীর মস্তান শক্তিশালী
যতরকম মানুষেরা
বাঘের মতো হুংকারী
ইঁদুরের মতো গর্তে পাঠাতেই
করোনা!


পৃথিবীর শুরু থেকে
মানুষের নির্বিচারে
প্রকৃতিকে তিলে তিলে গ্রাস
এবার থামাও - বলতে এসেছে
করোনা!


প্রকৃতি ও স্রষ্টা থেকে সতর্কতা
নির্বোধ মানুষ তোমাদের জন্য
বিবেকের ঝাঁকি
করোনা!