আমার আঙ্গুলগুলি
কখনো আমাকে দুঃখ দেয়নি।


মগজের প্রান্তর হতে সদ্যোজাত কবিতার শব্দেরা
যখন ঝাঁপ দেয় শূন্যলোকে
লীন হবার আগেই
পরম আদরে লুফে নিয়ে আমার আঙ্গুল
সাজায় কবিতার পাতা সন্ন্যাস অনুরাগে


কষ্টঘাতী কবিতার অশ্রান্ত প্রসবে
নির্বিবাদী নিত্য সহচর আমার আঙ্গুল


বিশ্বাস আছে চিরন্তন
তাদের ছুঁয়ে করোনা
আসবে না কখনো আমার শ্বাসের ভিতরে


এ সেই দু’হাতের আঙ্গুল আমার
একেকটি কবিতা সমাপ্তির পর
তৃপ্ততার স্পর্শ বুলিয়ে দেয় আমার মুখশ্রীতে
চুলের মাঝ দিয়ে নিয়ে যায় আমার গ্রীবায়


মরমী আঙ্গুল আমার কখনো হবে না বিশ্বাসঘাতক


সখা আঙ্গুল, জেনে রেখো,
তোমার স্পর্শ আর বন্ধুত্ব নয়
ভালোবাসা, স্নেহ, প্রেম, কিছুই নয়
তোমার স্পর্শ এখন গভীর অবিশ্বাস, অজানা এক ভয়


সজাগ থেকো দরদিয়া আঙ্গুল
মগজের তন্ত্রীতে পাঠাতে হবে সংবাদ
স্পর্শ করার আগে


নিখুঁত আততায়ীর নিশানায়


ঝিম
   মেরে
       আছে


করোনা সবখানে।


(রচনাঃ ১৯.০৪.২০২০)