করোনা প্রকোপে,
বিচলিত সারা বিশ্বের যত সরকার;
জনতার সংক্রমন, মৃত্যুর হাহাকার, শ্লথগতি
অর্থ চাকার, সবকিছু ধ্রুবতারার মতো ফুটে আছে,
সব কটা ভূখন্ডের আকাশে অশুভ চিহ্নের মতো সত্য;
এই সময়টা কি যথাযথ, গ্রহনলাগা চাঁদের মতো,
তোমার সমালোচনার? তাকে আরো দিশেহারা করে
দেবার? কাটা ঘুড়ির মতো উল­্লাসে তাকে তাড়াবার?
নাকি বন্ধু হয়ে তার পাশে দাড়াবার এবং একসাথে,
দেশাত্মবোধে, করোনা যুদ্ধে জয়ী হবার?


শব্দ-বাক্য সুললিত কাব্যে, বলে দাও, কোথায় লুকায়ে
নিস্তার পথ, তাই মূল প্রতিপাদ্য হোক, তোমার কবিতার;


করোনা গেলে, আপত্তির ঝড়ে, প্রতিবাদী তোড়ে, ক্রুরতর
পদ্যচাপড়ে, উড়িয়ে ফুড়িয়ে নিও সরকার আবার;
এখন, একটু রোসো! সরকারে দরকার তোমার সহমর্মীতার;
গোঁয়ার করোনা, বিভেদে আরো হবে তেজী;
সরকারসহ, সকলকে চেটেপুটে করবে সাবাড়।


(০১.০৭.২০২০)