আজ থেকে কয়েক সহস্র বছর পরে
প্রকৃতিকে ভালোবেসে গড়ে ওঠা
এক অনন্য সভ্যতা
যাদের মূলমন্ত্র
“প্রকৃতি মাতৃসম, প্রকৃতি বিধাতা
প্রকৃতিকে লালন না করে মানুষ বাঁচতে পারে না”


তাদের সমুদ্র স্বচ্ছ দ্যুতিময় নীল, তেমনি নীলাকাশ
বিশুদ্ধ বাতাস, উদ্দাম খেলা করে উত্তর থেকে দক্ষিনে
ঘন সবুজ আদরের পরম ছোঁয়ায় সদা হাস্যময় প্রকৃতি


সেই আগামী সভ্যতার
কোনো প্রত্নতাত্বিক দল
খোঁড়াখুঁড়ির পর
খুঁজে পেলো হঠাৎ
আমাদের এই প্রকৃতিনাশী সভ্যতার চিহ্ন


বর্তমান আধুনিকতার গুহার দেয়ালে
দেয়াললিখন পড়বে তারা মূঢ় বিস্ময়ে


“আমাদের দুরপনেয় দুর্মর ভুলে
                               একদিন
                                      করোনা
                                            এসেছিলো”।