কলকাতাসহ পশ্চিম বঙ্গের, প্রিয় কবি বন্ধুরা,


বাংলা কবিতা প্রান্তর আজ আপনাদের অনুপস্থিতিতে খাঁ খাঁ শূন্যতা, হৃদয় বিদীর্ণ শূন্যতা। কোথায় আছেন, কেমন আছেন জানি না। আপনাদের মূখ্যমন্ত্রী বললেন, কলকাতা-পশ্চিম বঙ্গ শেষ হয়ে গেছে। মন ভেঙ্গে পড়ছে। স্রষ্টার কাছে প্রার্থনা, সবাই যেন ভালো থাকে। সংবাদ মাধ্যমে বার বার যাচ্ছি, তাও বোঝা যাচ্ছে না, কতটুকু আঘাতে 'আম্ফান' কি করেছে কলকাতাসহ পশ্চিম বঙ্গের। এই মুহূর্তে শুধু প্রার্থনা, আপনারা ভালো থাকুন । এক রাতে, ২০০৭ এ, সিডর এসেছিলো ঢাকাতে, পুরো ঢাকা শহর, দু'দিন ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিলো। সে ভয় এখনো জেগে আছে সত্তায়। তাই জানি, 'আম্ফান' এমনই হয়তো বিদ্ধ করেছে পশ্চিম বঙ্গ।


যদি পারেন, কবি বন্ধুরা, একটু জানিয়ে যান, আপনারা যে ঠিক আছেন। ভালো লাগছে না অস্থিরতা, উদ্বিগ্নতা। বাংলা কবিতা প্রান্তর, এপার আর ওপারের মিলন বন্ধনে মধুর। তাই বন্ধুদের জন্য এতাে ভালোবাসা। আজ একটুও ভালো লাগছে না, এ প্রান্তরে যেন প্রাণবন্ততা নেই। জানি, ক্ষতিগ্রস্থ হয়েছেন, তবু প্রার্থনা শারীরিকভাবে সুস্থ আছেন।


হে স্রষ্টা, আমার কলকাতার-পশ্চিম বঙ্গের কবি বন্ধুদের ভালো রেখো।