এক দানবের ডায়েরী,
খনন করেছিল মৃত্যুর বাংলাদেশের মেধার করোটিতে;
এক নরপশুর ডায়েরী,
নিভিয়ে দিলো বাংলার মাটিতে বহু ঋদ্ধ প্রাণের আলো;


নপুংসক হায়েনা পরাজয়ের বিবর দেখে,
১৯৭১ এ কেটেছিল ছক, মহাগুণীদের হত্যালীলার;
নরপশু টিক্কার;
ডায়েরীতে জড়ো হয়েছিলো রক্তপায়ী ছারপোকাদের দল,
আল বদর, আল শামস আর রাজাকার;
টুকে রেখে দিতো নাম,
বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রের মতো মহামহিম মানুষগুলোর;
তারপর এলো চোদ্দই ডিসেম্বর,
বেঈমানগুলো বসালো হত্যার হিংস্র নখর,
মুক্ত বুদ্ধির দ্যুতিময় সেসব মানুষের 'পর;
বধ্যভূমির হাহাকারে ভরে গেলো বাংলা মায়ের মাটির বুক,
নরপশুরা দিলো না দেখতে, দিলো না পেতে,
বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের মহান বিজয়ের সুখ;


হতবাক হয়ে জানলো বাঙালি স্বাধীনতার পর,
তাদের শুদ্ধ আলোকিত আত্মার বুদ্ধিজীবীদের,
অমানিশার মতো পরিকল্পিত গোপন ষড়যন্ত্রের
ফাঁদে ফেলে হত্যা করে ফেলেছে, বেজন্ম কাফের বর্বর টিক্কা,
আর তার পদলেহনকারী রাজাকার শূকর;


শুধু নরপশুরা বোঝেনি, সেদিনের সেই বধ্যভূমি
থেকে শত শত বেহেশতি আলো,
বাংলাদেশের মাটি আর বাতাসে
চিরতর এক দৃঢ় শক্তির মতো মিশে গেলো;


তাই ইতিহাসের বর্বরতম জেনোসাইড পেরিয়ে,
নির্মল বাঙালির অনির্বাণ বিজয় শক্তিসুধা ছড়িয়ে,
পৃথিবীর বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে - আমার বাংলাদেশ।


(১৩.১২.২০২০)