(মূল রচনাঃ Death is Nothing At All
             by Henry Scott-Holland)


মৃত্যু তেমন কিছুই নয়। এটি ধর্তব্যও নয়!
আমি শুধু চুপিসারে পাশের কামরায় চলে গেছি
এ আর এমন কি!


সবকিছুই যথাযথভাবে আছে
আমি এখনো সেই আমি, তুমি সেইরকমই তুমি
দুজন দুজনের কাছে যা ছিলাম, তাই আছি


পুরোনো পরিচিত সেই নামে আমাকে ডাকো
যে সাবলীলতায় বলতে কথা, সেভাবেই বলো
কন্ঠস্বরে এনোনা কোনো পরিবর্তন,
জোর করে পরে নিও না তোমাতে, বিষন্নতা অথবা দুঃখ।


হাসো সেভাবেই, যেভাবে ছোট ছোট ঠাট্টায় আমরা হেসে উঠতাম
খেলো, হাসো, আমাকে ভাবো, আমার জন্য প্রার্থনা করো
ঘরের একান্তে যেভাবে আমার নামটি ছিলো, সেভাবেই রেখে দাও
কোনো ছায়া তার ওপর পড়তে দিও না।


জীবনের মানেগুলো যা ছিলো, তাই আছে
এখানে কখনো ঘটে না ছন্দের পতন
মৃত্যু উপেক্ষণীয় এক দুর্ঘটনা মাত্র
দৃষ্টির আড়ালে আছি বলে..
এত সহজে আমায় ভুলে যাবে তোমার মন?


আমি শুধু একটি বিরতির তরে তোমার অপেক্ষায় আছি।
খুব কাছেই কোথাও । ধরে নাও, ওই মোড়টার ওদিকেই।


সবকিছু ঠিক আছে। কেউ আঘাত পায়নি, কেউ হারিয়ে যায়নি
এই ক্ষণস্থায়ী মুহূর্তটির পরে সবকিছু আগের মতন হয়ে যাবে


আবার আমাদের যখন দেখা হবে!
আমরা যে কিরকম হেসে উঠবো, তাই না!
আমাদের এই ছাড়াছাড়ির ঝামেলার দিনটিকে মনে করে।



(অক্টোবর ২৬, ২০০৯)