ফোন করেছিলাম কোনো একদিন, ধরেনি।
কিছুক্ষণ পর, হোয়াটস অ্যাপে ভেসে উঠলো
শুধু একটি শব্দ. “কবি”
থেমে যায়নি, যেন স্পর্শের নিবিড় অধীরতায়
নীল ময়ূখ পাখির মতো, প্রথমে উড়াল দিলো সে শব্দ
তারপর
পৃথিবীর বায়ুমন্ডল ছাড়িয়ে
নক্ষত্র থেকে নক্ষত্র, ধুমকেতুর মতো
মহাকাশের নিথর নির্জনতায়
ছুটে চলতে থাকলো
প্রতিধ্বণিত এক আত্মহারা হাহাকার নিয়ে
'কবি আমাকে ডেকেছিলে?
আমি যে এখন তোমাকে খুজছি,
কবি, কোথায় তুমি?'
যেন কাদম্বরী ঘুমিয়ে পড়েছিলেন দ্বিপ্রহরে
কবি এসেছিলেন ঘরের দ্বারে, বাগানে যাবেন বলে
নিরাশ বিষণ্নতা ঘুর্ণির মতো ভিজিয়ে রাখলো কাদম্বরীর ঘর
একসময় কি যেনো এক অনুভব, স্পর্শ করলো তাকে
ঘুম ভেঙ্গে ঝটিতি হাহাকারে ডাকলেন, - “কবি!”।


(০৭.০৫.২০২০)