পরজন্ম নয়,
তোমার সাথে দেখা হবে একদিন পাখিদের অনিন্দ্য অরণ্যে;
যেদিন এ জনঅরণ্যের নিষাদের কাল কালিমা শরীর থেকে মুছে যাবে,
তুমি চেনাবে সমস্ত পাখিদের, শেখাবে তাদের ভাষা,
খুঁজে পাবো সেই স্বর্গের বিধান যা ছিল সূচনা আমাদের
এবং আমরা ভুলে গেছি, অথচ কখনো পাখিরা ভোলেনি;
ছিল না যে গ্রন্থে জীবনকে নাশের কত কুৎসিত প্রনালী,
পাখিরা শেখাবে আমাদের সেইদিন
স্বার্থহীন ভালোবাসার বর্ণিল মধুর মিতালি;


আজো যেমন দাঁড়ালে জানালায়
ডেকে নিলো হঠাৎ তোমাকে এক বুলবুলি!
দেখেছি নিবিড়, সে পাখির কাছে হয়তো নতুন কিছু শিখছো তুমি;


আশ্চর্য কিছুই নয়, তুমিই জিজ্ঞেস করো না ঈশ্বরকে
যে দুর্মুখ জীবনকে মনে করে অবোধ্য !
সে কেনো খুঁজে পেলো এমন সর্বংসহা স্রষ্টার সুমিষ্ট নারী,
দৈববাণীর মতন যে মনে করিয়ে দিলো
এ জীবন শুধুমাত্র চমৎকার এক যুদ্ধ ।


(১৭.০৫.২০২২)