(১)


এ কষ্ট কোথায় রাখি বলো না আমার সাকি
স্বাধীন বাংলার অপমানে অশ্রু ভরা আঁখি
ছোঁড়ে বিষমাখা তীর দেশদ্রোহী শব্দ শরীর
দেশেপ্রেমের সুলেল সুরে দূর করো দুঃখ পাখি ।


(২)


যাও পাখি বলে দাও বাংলাদেশের জনতারে
না ভাঙ্গে ঐক্য দেশদ্রোহী শব্দ শরীরে
না করে প্রশ্নবিদ্ধ মানচিত্র স্বাধীনতা
না ছোঁড়ে স্বাধীনতার গর্ব কৃষ্ণ বিবরে ।


(৩)


দুরাচার দমনে মেলুক পাখা বিদ্রোহী শব্দেরা
কলমের আগুনে দগ্ধ হোক স্বৈরাচার শেয়ালেরা
তবে দুষবে না সে কলম বাংলাদেশের স্বাধীনতা
দেশদ্রোহী শব্দ শরীর ইঙ্গিত ঐ দাসত্বে ফেরা ।।


(৪)


প্রিয়া যদি থাকতো মোর একাত্তরের বুদ্ধিজীবীরা
সুযোগ যে পেতো না অচল শিক্ষার দস্যু বণিকেরা
সৃষ্টি করতে বেঈমান জাহেল দেশদ্রোহী শব্দ শরীর
পারতো না বলতে নিষ্ফল মোর মহাবীর মুক্তিযোদ্ধারা ।


(১৯.১২.২০২০)


(শত সহস্র লক্ষ কোটি অনন্ত অগুণিত বিদ্রোহ শব্দ শরীর লেখা হোক, শাসকের দুঃশাসনের বিরুদ্ধে! তবে সে বিদ্রোহ লিখনে বাংলাদেশের স্বাধীনতার মতো অমিয় প্রাপ্তিকে কালিমা লেপন "কি লাভ হলো দেশের স্বাধীনতা পেয়ে" - এই নিকৃষ্ট অনুভব, এই হীন প্রশ্নের তীর ছোঁড়া সঠিক নয়! শুধুমাত্র বাঙালির নিজের একটি স্বদেশ পৃথিবীতে, এই প্রাপ্তি ঐশ্বর্যের কোনো তুলনা নেই! "স্বাধীনতা মানে" "স্বাধীনতার উদ্দেশ্য ও কারণ" শুধুমাত্র একটি - বিজাতীয় হানাদার অধীনতা, দাসত্ব থেকে বাঙালি মুক্তি অর্জন করে, বাঙালির জন্য পৃথিবীতে স্বাধীন একটি রাষ্ট্র গঠন করা। ব্যস! আর কোনো দ্বিতীয় কারণ বা উদ্দেশ্য নেই, নেই, নেই! দেশের শাসনের অসন্তোষে, যারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের মানচিত্র, পতাকা আর স্বাধীনতাকে অসম্মান, অশ্রদ্ধা, ভুলুন্ঠিত করে, বলতে চায় - "স্বাধীন হয়ে কি লাভ হলো", যার একমাত্র অর্থ দাড়ায় - "হানাদার দাসত্ব অধীনতা শ্রেয় ছিল" এবং যারা "সহমত পোষণ" করে - তাদের জন্য আমার করুণা এবং নীরবতা। সবাই নিজস্ব মূল্যবোধ নীতি বজায় রাখুন। দুই তরীতে অবস্থান বাঞ্ছনীয় নয়। ধন্যবাদ।)