দেশদ্রোহী শব্দ শরীর কাঁচকলাটার
বলছে আমি সদাই করি তেলে ভাজার
কাঁচকলারা গবেট যেমন ষাড় নিয়াজী
গোবর মাথায় পদ্য লিখে বিরাট কাজী


কাঁচকলাদের কথায় কথায় মানবতা
মানবতার ধূর্ত শেয়াল অভিনেতা
কবে পাবে গদির দখল তার দলেরা
রাজাকারী বুকে কাঁদে স্বপ্ন ছেঁড়া


রাজপথে নেই অন্তরালে পদ্য লিখে
কুমির অশ্রু বান ডেকে যায় কলার চোখে
আসবে কবে অচল মরুর শাসন সুধা
কামড় কবে বাংলা বুকে মরুর ক্ষুধা


সবাই জানে কলার কলম কার তাঁবেদার
দেশদ্রোহী শব্দ শরীর বেঈমানিতার
কলার কলম নারীর শেকল প্রাচীনতার
মরু আঁধার গোলাম সুখের স্বপ্ন আধার


কলার কলম লিখে চলে কালির বিষে
স্বাধীনতায় কি লাভ হলো বাংলাদেশে
টানছে রশি, ফুঁকছে বাশি দেশদ্রোহীর
আসবে কবে রাজাকারের হিংস্র তিমির


আমার কলম শেখ মুজিব আর স্বাধীনতার
দোয়েল কোয়েল শ্যামা পাখির মুক্ত পাখার
সকল ধর্ম বিভেদ বিনে এক অধিকার
সবুজ বাংলা সাম্য সুখে এক পতাকার ।


(২২.১২.২০২০)


(স্বরবৃত্ত, ৪+৪+৪)


(শত সহস্র লক্ষ কোটি অনন্ত অগুণিত বিদ্রোহ শব্দ শরীর লেখা হোক, শাসকের দুঃশাসনের বিরুদ্ধে! তবে সে বিদ্রোহ লিখনে বাংলাদেশের স্বাধীনতার মতো অমিয় প্রাপ্তিকে কালিমা লেপন "কি লাভ হলো দেশের স্বাধীনতা পেয়ে" - এই নিকৃষ্ট অনুভব, এই হীন প্রশ্নের তীর ছোঁড়া সঠিক নয়! শুধুমাত্র বাঙালির নিজের একটি স্বদেশ পৃথিবীতে, এই প্রাপ্তি ঐশ্বর্যের কোনো তুলনা নেই! "স্বাধীনতা মানে" "স্বাধীনতার উদ্দেশ্য ও কারণ" শুধুমাত্র একটি - বিজাতীয় হানাদার অধীনতা, দাসত্ব থেকে বাঙালি মুক্তি অর্জন করে, বাঙালির জন্য পৃথিবীতে স্বাধীন একটি রাষ্ট্র গঠন করা। ব্যস! আর কোনো দ্বিতীয় কারণ বা উদ্দেশ্য নেই, নেই, নেই! দেশের শাসনের অসন্তোষে, যারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের মানচিত্র, পতাকা আর স্বাধীনতাকে অসম্মান, অশ্রদ্ধা, ভুলুন্ঠিত করে, বলতে চায় - "স্বাধীন হয়ে কি লাভ হলো", যার একমাত্র অর্থ দাড়ায় - "হানাদার দাসত্ব অধীনতা শ্রেয় ছিল" এবং যারা "সহমত পোষণ" করে - তাদের জন্য আমার করুণা এবং নীরবতা। সবাই নিজস্ব মূল্যবোধ নীতি বজায় রাখুন। দুই তরীতে অবস্থান বাঞ্ছনীয় নয়। ধন্যবাদ।)