কারা যেনো ঠুকে ঠুকে নির্মাণ করে শব্দশরীর;
তারা বলে কবিতা, আমি বলি না, এগুলো অপ্রকৃতস্থ আষ্ফালন;
পুড়ছে যেনো অজাত অনলে দেশদ্রোহী অশুভ চেতন;


আমাদের দৈনিকতার মাঝে, লুকোনো এক অশ্লীল আঁধারে চলে নির্মাণ;
বাংলাদেশের মাটিতে দূষিত রক্তবীজ ঝাড়, আর তার
শব্দ শরীরে ছেয়ে আছে এক পুঞ্জিভূত বিকার বিবর; সে খুব ক্ষুধার্ত যেনো;
কিছু পবিত্র শব্দ আমাদের মাতৃভূমির, তার সংহার আকাঙ্খা;
মুজিব, একাত্তর আর স্বাধীনতা!


তারা যেন হতে চায় কুকুর, পুরাতন সেই প্রভুর, আবার!
চাটতে চায় পা আর মাথায় কুকুরবত আদুরে ঠোকা, কদর্য সে ভাষ্যে;
হোচট খেয়ে মাতালের মতো আবার
প্রাক্তন হুজুরের সাথে বাত-চিত ঐ ভাষায় যেন অতি মধুহরা;


ঐ সে হিংস্র ভাষা, আমার মধুর মায়ের ভাষাকে
মেরে ফেলতে চেয়েছিলো ফাগুনের এক দিনে;
রক্ত নিয়েছিলো বুকের, টোপর পরা এক সামন্তপ্রভু,
আমার ভাই রফিক-জব্বারের;


আর এখন - মরুচাঁদতারা ভূমের ভাষা, ষড়যন্ত্রী ধীরতায়,
একে একে আ-মরি বাংলা ভাষায়, ঢুকিয়ে দূষিত করে দিতে চায়,
এই খোলস পরা নব দেশদ্রোহীরা; বর্ণচোরা, বহুরূপী, এদের চেনা খুব দায়;
স্বাধীন মাতৃভূমি খুবলে খেতে চায়;
ফিরে যেতে চায়, ভ্যাট ৬৯ আসক্ত পুরাতন কাফের প্রভুর পদতলে;
উঠে যেতে চায় রেলের তৃতীয় শ্রেণীর কামরায়;
পাকিকুপক্ষীর দাসত্ব গ্রহনের ইচ্ছায়, তাদের দিন হাহাকারী দহনে বয়ে যায়;
বাংলার উর্বর পলি, মরুর বালুতে করতে চায় সমাহিত;
সবুজ-লাল চিরে-ছিঁড়ে তাতে বসাতে চায় চাঁদতারা;
একেবারে হাতে তুলে দেয়া যেহেতু সম্ভব নয়,
প্রাক্তন প্রভুর দেশের প্রতিবিম্ব দেশ বানাতে চায়;
মিরর ইমেজ! এত আস্পর্ধা! কোথায় পায়?


পঞ্চাশ বছর হতে চলেছে পার, দূষিত রক্তবীজের ঝাড়,
রাজাকার মনস্তত্ব, আজো বাংলার মাটিতে এক অন্ধকার!


(৩০.০৭.২০২০)


(শত সহস্র লক্ষ কোটি অনন্ত অগুণিত বিদ্রোহ শব্দ শরীর লেখা হোক, শাসকের দুঃশাসনের বিরুদ্ধে! তবে সে বিদ্রোহ লিখনে বাংলাদেশের স্বাধীনতার মতো অমিয় প্রাপ্তিকে কালিমা লেপন "কি লাভ হলো দেশের স্বাধীনতা পেয়ে" - এই নিকৃষ্ট অনুভব, এই হীন প্রশ্নের তীর ছোঁড়া সঠিক নয়! শুধুমাত্র বাঙালির নিজের একটি স্বদেশ পৃথিবীতে, এই প্রাপ্তি ঐশ্বর্যের কোনো তুলনা নেই! "স্বাধীনতা মানে" "স্বাধীনতার উদ্দেশ্য ও কারণ" শুধুমাত্র একটি - বিজাতীয় হানাদার অধীনতা, দাসত্ব থেকে বাঙালি মুক্তি অর্জন করে, বাঙালির জন্য পৃথিবীতে স্বাধীন একটি রাষ্ট্র গঠন করা। ব্যস! আর কোনো দ্বিতীয় কারণ বা উদ্দেশ্য নেই, নেই, নেই! দেশের শাসনের অসন্তোষে, যারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের মানচিত্র, পতাকা আর স্বাধীনতাকে অসম্মান, অশ্রদ্ধা, ভুলুন্ঠিত করে, বলতে চায় - "স্বাধীন হয়ে কি লাভ হলো", যার একমাত্র অর্থ দাড়ায় - "হানাদার দাসত্ব অধীনতা শ্রেয় ছিল" এবং যারা "সহমত পোষণ" করে - তাদের জন্য আমার করুণা এবং নীরবতা। সবাই নিজস্ব মূল্যবোধ নীতি বজায় রাখুন। দুই তরীতে অবস্থান বাঞ্ছনীয় নয়। ধন্যবাদ।)