দুঃখী সম্রাটের দুঃখগুলো, মিলালো কিছু শূন্যে,
ভাসলো কিছু নদীর জলে, পাপ অথবা পূণ্যে;
উড়লো কিছু সন্ধ্যা পটে, অচিন পাখির মতো,
তবু পূর্ণ বুকের গহীন, দুঃখে শত শত;


অজস্র এই দুঃখের তিমির, করুণ রসে সিক্ত,
কত মুক্ত ছিলে নৃপতি! আজ বন্দী বেহাল রিক্ত;
বাহিরে বইছে দখিনা পবন, দুঃখী যেন তার স্বর,
কে খুলে দেবে বন্দী দুয়ার, কে নেবে আপন ঘর?


ঘুমহীন রাত শেষ করে দেয়,
                       ভোরের সুলেল আযান,
জমিন ভেজে অশ্রুজলে,
                  তবু ক্ষমা করে না আসমান ।


(31.08.2021)