বন্দী জানালা দিয়ে দূর প্রেক্ষাপটে
ঝুলে থাকতো একটি বারান্দা;
নির্জন, বিষন্ন, দুঃখী,
সরল ও সাধারণ ছিল তার চরিত্র;
সান্ধ্য বাতাসে দুলতো
শুকোতে দেয়া মধ্যবিত্ত পরিধেয়,
কারো অপেক্ষায় থাকতো
কমলা রঙের একাকী একটি প্লাস্টিক চেয়ার;
প্রার্থনার জন্য সন্ধ্যায়
ঈশ্বরের আহবান ধ্বনিত হলে,
আরো সুগভীর হতো বারান্দার মৌনতা;


ভোরের সুষমায়, দুপুরের নীরবতায়,
বিকেলের সোনালী আলোতে.....
দুঃখী সম্রাটের বন্দী জানালায়,
সতত এক ম্লান মুক্ত জীবনের মতো
ভেসে থাকতো, সে বারান্দা;


তারপর একদিন এক সন্ধ্যায়
শেষ হলো মনের অজান্তে থাকা,
দুঃখী সম্রাটের একটি প্রতীক্ষার....


লম্বা বেণী বাঁধা রমণীয় একটি অবয়ব
পরিপূর্ণ করে দিলো, বারান্দাটির মাধুর্য;


বন্দী জানালায় ফুটে উঠলো অপার!
জীবনের এক টুকরো সুখী সৌন্দর্য।


(04.09.2021)