দিনগুলো কাটছে নিরাসক্ত;
ফাগুন এলো আমার শহরে,
ক্লান্তির আবির মেখে আমি বসে থাকি ঘরে;
সংবাদপত্র, রেডিও টিভিতে আমি উদযাপন করি,
ঈদ-উল-ফিতর, ফাগুনের আগুন এবং
সেইন্ট ভ্যালেনটাইন্স ডে;


বন্ধু-প্রিয়জনের আনন্দকন্ঠ, উৎসাহিত মুখ দেখে,
আমার ভেতর হতে উঠে আসে দীর্ঘশ্বাস;
মেহেদী রঙের শাড়িতে যখন এই শহরে,
আগুন ধরিয়ে দেয় কত নারী;
তখন নিরাসক্ত আমি,
হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে জাগাতে ঘুমিয়ে পড়ি।


(১৫.০২.১৯৯৭)