ডোপামিন আক্রান্ত কিছু
কবি নামের রোগী
আমার কবিতার অনুভবে
আদিম অসভ্য কাঁচা মাংসভূক
মানুষের মতো কামড় বসায়,
আমার কবিতা
"সর্বনাশা স্বপ্নেরা / আমার সমাপ্তি" র
শব্দ ছিঁড়ে ছিঁড়ে
নির্লজ্জ চৌর্যে নিজের কবিতা সাজায়


আর তখন ডোপামিন আক্রান্ত
নির্বোধ আরো কবি নামের রোগীগণ
জমায়েত হন সেই চোরের ঘরে
দেখে আমার শব্দ ছড়িয়ে আছে
এই কবিতার নামে নচ্ছার বিকৃতির
লেখার কাঠামোতে
অথচ ডোপামিনের এমনই ক্রিয়া
এসব উন্মত্তরা তা পরোয়া করে না
বা ধরতেই পারে না
কেননা ডোপামিন
এদের মন দিয়ে পাঠে আনে অক্ষমতা
তাই তিরস্কার করে না চোরকে
বরং ঢালতে থাকে ডোপামিনে আচ্ছন্ন  
শিৎকারে প্রশংসা


এসব মানসিক রোগগ্রস্ত কবিদের
ঘৃণাও করতে ইচ্ছে করে না
এতই তুচ্ছ ইতর এরা


একদিন পায়ে পড়ে প্রণাম করে
বরেণ্য কবি বোলে
পরদিন বাই-পোলার রোগীর মতো
আমাকে তাড়াতে চায়
কবিতার জগত থেকে


বিরাট কবি সর্দার হয়েছে যেনো
প্রোসেইক সব অখাদ্য লিখে লিখে
"মন্তব্য বিরহে" সত্য লিখেছি বোলে
তাদের ডোপামিন চর্মে আগুন লেগেছে


সবচেয়ে চমৎকার ছিলো সেই
বিবেকহীন মানসিক বিকৃতি
যখন দেখি এই কবি নামের মানসিক রোগী
তার কবিতার নীচে লেখার আমলটি সালটি
আমাকে নকল করে
আরো কয়েক বছর পিছিয়ে দিলো লিখে


শুধুমাত্র তার চৌর্যকর্মকে ভ্যালিডিটি দিতে
অথবা প্রশংসা পেতে আমার মতো
"কবি
আপনি কী দারুণ লিখেছেন এত আগে!"


কিন্তু হায় এই ডোপামিনের কপালে
তা জোটেনি
নিশ্চয়ই পাগলের মতো হাত কামড়েছে
কেননা ডোপেমিনে আক্রান্ত তার
ভক্ত কবিরাও তার এই নগ্ন মিথ্যাচার
ধর্তব্যে নেয়নি
তার অপ্রকৃতস্থ শেয়াল কৌশল
মাঠে মারা গেছে
সবাই বুঝেছে কেননা সবাই চেনে
এই ডোপামিনের অখাদ্য স্তবক কাঠামো
যা বর্তমানকালে শিখেছে
গর্দভ ডোপামিনে
আগে নির্বোধের মতো শব্দ গুতিয়ে
কবিতার পাহাড় ঠেলতো সে


বোলে রাখি হে
ডোপামিনে কলুষিত কবি রোগী
আমার বিষাদমাখা কবিতার মূল্য কত আনা
তোমার মতো স্টুপিডের নয় কম্ম তা জানা
তোমার কবিতার মূল্য ফুটো পয়সাও না
কখনো মহাকাল তা ছুঁয়েও দেখবে না
ডোপামিনে মাতাল এই জগতে
শুধু মজা লুটে যা
প্ল্যাজারাইজ পরজীবী ফাংগাস
ফাজিল তুমি, কবি কখনো না।


(08.09.2022)