কোনো দরজা, হুট করে খুলবে না
কোনো কোনো দরজা, বন্ধ থাকাই শোভা পায়
কোনো দরজা, শুধুই কাঠ, এর বেশী কিছু নয়
দরজা স্পর্শ করো না, কখনো কোনো মন্ত্র মায়ায়


দামী কাঠ, সুক্ষ কারুকাজ
মন মুগ্ধ হলেও তুমি
হাতলে হাত রাখবে না
ওপাশে কি, তুমি তো জানো না
হয়তো অন্ধকার, হয়তো অহংকার
মিলে মিশে একাকার
কবি হৃদয় তোমার সহ্য হবে না


কোনো দরজা, মোহময়ী আবরণে ঢাকা
নিচে তার কলঙ্ক, ওতপেতে রাখা
একদম রাখবে না হাত
দরজা চাইবে, তোমার হৃদয় পুড়ে যাক


যে দরজার অনুভবে আমন্ত্রণ
বইছে মাতাল সমীরণ, বলছে নিমন্ত্রণ
আভা শোভিত শুদ্ধতার আলো
বাগান পথে রক্তিম ফুল
সাথে নতশিরে বিনম্র ভুল
সে দরজায় তুমি, হাত রাখতে পারো


তবু ডেকে নিও একবার বন্ধুরে!
“ওরে! দাড়িয়ে আছি যে দ্বারে,
ভালোবাসার আশা নিয়ে
এখনি আয়, নিয়ে যা মোরে
তোর হৃদয়ের ঐ দরজা খুলে”।


(০২.০৫.২০২০)