(মূল রচনাঃ Drive by Ric Ocasek, The Cars, 1984)


কে বলবে তোমায় - খুব দেরি হয়ে গেলো যখন, একজীবনে?
কে বলবে তোমায় - সবকিছু তেমন করে আর ভালো নেই?


এমন ভাবনায় যায় না চলা - যেন সবকিছু ঠিকঠাক আছে;
আজ রাত্রিতে - কে তোমাকে বাড়ীতে নিয়ে যাবে?


কে তোমাকে উঠিয়ে দাঁড় করাবে - যখন তুমি পতিত হবে?
কে নামিয়ে রাখবে টেলিফোন - যখন তুমি ফোন করবে?
কে তোমার স্বপ্নগুলোর প্রতি - মনোযোগ দেবে?
কে চাপা দেবে দু’কান - তুমি যখন চিৎকার করে উঠবে?


এমন ভাবনায় যায় না চলা - যেন সবকিছু ঠিকঠাক আছে;
আজ রাত্রিতে - কে তোমাকে বাড়ীতে নিয়ে যাবে?


কে তোমাকে ধরে থাকবে - তুমি যখন কেঁপে উঠবে?
কে ফিরবে তোমার কাছে - যখন তুমি ভেঙ্গে পড়বে?


এমন ভাবনায় যায় না চলা - যেন সবকিছু ঠিকঠাক আছে;
আজ রাত্রিতে - কে তোমাকে বাড়ীতে নিয়ে যাবে?


(০২.১০.২০২০)


(* আমার কৈশোরকালের, পশ্চিমা সঙ্গীত ভুবনের আশির দশকের বিখ্যাত হৃদয়বিদারক পপ-ক্লাসিক গান। সাধারন দৃষ্টিতে মনে হবে সহজ কথামালায় রচনাটিতে এমন কিইবা আছে! কিন্তু গভীরতর অনুভুতিতে ধরা পড়বে, ভালোবাসা, বিমুখতা, নির্ভরতা, বিভক্তি, আসক্তি, শঙ্কা সম্মিলনে এক দারুন অনুভব।)