দুইডা বছর কাইটা গেলো কেমন্ কইরা জানি ?
লিখছি কত কাব্য কথায় আবোল তাবোল বাণী !
এমুন রকম স্বাধীনতা কৈবা আমি পাইতাম,
কবিতার এ আসর ছাড়া কবি কোথায় হইতাম !  


স্বপ্ন আছিল্ লিখমু অনেক সাম্য-জীবন গাঁথা,
সুখ ছড়াইবো সেই জীবনে অপার মানবতা ;
বাংলাদেশের মহান যত লিখমু তারই কথা
দেশপ্রেমিক সব কবির মতো রাখমু উচা মাথা ;


লিখতে গিয়া দেহি খাড়া কত্ত রকম বাধা !
কত্ত রকম চিন্তাধারায় চলে কিছু গাধা !
কাব্য ভাবের সুক্ষ্ণ কর্ম বোঝে মোটা দাগে !
বিমূর্ত আর রূপক পইড়া "ডিম্ব" বইলা ভাগে !


তবু আমি মুগ্ধ সুজন অনেক কবির মাঝে,
দুইডা বছর কাটলো মধুর সৌখিন কবির সাজে।


(০৬.০৪.২০২২)


ধরন: চতুর্দশপদী
ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)