দুষ্টু ছাত্র কারা ! সব ক’টা উঠে দাঁড়া !
ব্যাক বেঞ্চে যা, কান ধরে থাক খাড়া ;
অর্ধদক্ষ মস্তকে তোর বেহায়া ফল্গুধারা !
কিসের হৈ চৈ !
অর্ধজ্ঞানে নাচনেওয়ালার মাহাত্মটা কৈ?
ফেল মারছিস যারা, এক্ষুনি উঠে দাঁড়া,
পিছ দেয়ালে কানটা ধরে উবু হয়ে থাক তোরা,
ভবিষ্যতের পোড়াবে কপাল অযোগ্যদের ধারা;


আরে পড়াশোনা কর, জাগা হৃদে ধ্রুবতারা,
বোধ-জ্ঞানে অন্তর, পূর্ণ আলোয় ছড়া;


স্বর্ণতরী আমার, চাঁদ নদীতে ভাসে !
আমার অহংকার, বজ্র চমকে হাসে;
তাইতো শেখাই শিখেছি বলে
কাঁপাই তোদের ত্রাসে,
মেধার বলে অহং আমার প্রখর সূর্য নাশে;


দু'দিনের যতো পঙ্গু জ্ঞানে, ছিঁড়বে কি আর শিকে,
শিখ-রে তোরা প্রচুর পাঠে বিজ্ঞ-প্রাজ্ঞ দেখে;


অপ্রসন্ন কারা ! সব বাঁদররা দাঁড়া !
দাপাস যদি এমন করে কাটবে না রে ফাঁড়া;
গভীর জ্ঞানীর অহংকারে খেয়েই যাবি তাড়া,
অর্ধদক্ষ ঘোড়সওয়ার হে হোস্ না আত্মহারা ।


ঐশ্বর্য ফুল ফুটবে শুধু বুনলে ঋদ্ধ চারা ।


(১২.০৪.২০২২)