একদিন সমগ্র বিশ্বে আসবে মানবিক সুখ,
সে সুসময়ের আগমনে আশান্বিত হোক বুক ;
মানবেরা এসে জড়ো হোক বুকে তুলে নিক এ শপথ,
ভেঙে প্রাচীর ঝড় ঝঞ্ঝা গড়ে নিক মহান ঐক্যমত;


ধর্ম বর্ণ জাত পাত ফুড়ে জয়তু হোক মানবিকতা,
গৃহে মন্দির ও মিনারে বাজুক শুধু এক সুরে মানব সাম্যের কথা;
শুরু হোক তবে আজ অগ্রযাত্রা বিস্ময়ে বিধাতারা আমাদের দেখুক,
অবশেষে মানবেরাই ফিরেছে পথে,
                তারাই আনছে এ বিশ্বে মানবিকতার সুখ ।


(০৮.০৬.২০২১)