এই দুপুরে রিকশায়
এক রূপবতী মেয়ে
শাড়ী পরে স্নিগ্ধরূপে
রাজপথ ধরে যায় চলে যায়
ঘোরে রিকশার চাকারা  
মেয়েটির নিজের নীড়ের দিকে
তার মন মিশে থাকে আনমনা ভাবনায়
কখনো যে তার চোখ রাখে
ঐ অসীমের নীলিমায়
ভাবে যদি এই রিকশা
উড়ালপঙ্খীর মতো হতো
নিয়ে যেতো খুব দূর অজানায়
অথবা উড়ালপঙ্খী রিকশা
আকাশের ভেতরেই
তাকে নিয়ে যেতো হায়
যে আকাশের কত না রূপ
জীবনের শত বাধার মাঝেও
তাকে সতত বাঁচায়
মিষ্টি সেই মেয়ে বেঁচে থাকে
আমাদের সকলের মাঝে
নীল আকাশের ছায়া
আর নিবিড় ভালোবাসায়।


(১২.১১.২০২২)