কিছুই ঠিক হবে না রাজকন্যা কবি;
যতই প্রার্থনা করো করজোড়ে,
মোম আলোর কোমল সান্ধ্য ঘরে;
শেষ ঠিকানার শব্দমালা নেড়ে গেছে কড়া,
তোমার আমার স্বপ্নীল দুয়ারে;
সেদিনের সে আর্ত সন্ধ্যায়,
মৃত্যুর মতো কেউ যেন এসেছিল
নিয়ে যেতে আমাকে বহুদূরে;


এইটুকুন এ নোনা-মিষ্টি জীবন,
বুঝতে বুঝতে যে কখন!
হঠাৎ পাঠায় পাষাণ সময়, অপরিবর্তনীয় সমন;
সতত নিক্ষেপ করে,
অতৃপ্ততা আর আক্ষেপের ভেতরে;
জীবন ভালোবাসতে মাত্র শুরু করেছিলাম
আমরা যখন;


তখনই যেন ঈর্ষাকাতর হয়
কোনো অলৌকিক বিশ্বাস!
ফেলে নাটকের পর্দা, মৃত্যুর আচ্ছাদন;
কেন জানি আছে তার দুর্নিবার অহংকার,
দেখাতে চায় না কাউকে,
চেনাতে চায় না কাউকে,
পূর্ণ জীবন চক্র
               আর তার রহস্য পারাবার ।


(ফেব্রুয়ারি, 2021)