(কাহিনী কাব্যঃ প্রধান চরিত্রের নাম: লি, Lee )


এক বিপদগামী রাত্রে, লি মেতে ছিল মদ্যপময় উৎসবে;
নেশাতুর চিৎকার চ্যাঁচামেচি, তার ১০-১২টি বন্ধুর সাথে;
মধ্য রাত্রি, চারিদিকে বিয়ার ক্যানের ছড়াছড়ি,
টেবিল টেনিস চলছে খেলা - ব্যাট বল উল্লাসে কাড়াকাড়ি;
বউ হঠাৎ এলো উঠে, “হচ্ছেটা কি এসব! রাত দুটো বাজে!
আমাকে আর সন্তানদের, দেবে কি তোমরা ঘুমাতে?
বের হও মাতাল অপগন্ডের দল এখনি - আমাদের বাড়ি থেকে”;


সে রাতটি ছিল বিপথগামী এক শীতরাত্রি;
বন্ধুরা সব চলে গেলে, বউ লি-কে আরো বকাবকি করে,
তারপর ঘুমোতে চলে যায়, তাদের একতলার বেডরুমে;
লি গেলো ওপরে, দ্বিতলে সন্তানদের বেডরুমে,
দেখলো তাদের দুই সন্তান, সুন্দর ঘুমিয়ে আছে;
ঘরটায় খুব শীত করছে, তবু আরো উষ্ণতার জন্য লি,
পারলো না সেন্ট্রাল হিটারটি, ছেড়ে দিতে,
কেননা বউয়ের সাইনাস মাথা ব্যথা ইত্যাদি,
খুব বেড়ে যায় তাতে;


ফায়ার প্লেসে লি আগুন ধরালো,
তার মধ্যে কয়েকটি নতুন লগ ছুঁড়ে দিলো;
বন্ধুদের সাথে আনন্দে বাঁধা পেয়েছিল লি,
আরো নেশা করার ইচ্ছে তখনো তার কাটেনি;
নেশায় চালাতে পারবে না গাড়ি,
তাই হেটেই রওনা দিলো সে, লোকাল স্টোরের পানে তাড়াতাড়ি;
যাবার পথে থমকালো একটু লি,
ফায়ার প্লেসে স্ক্রিন প্রটেকশন দিয়ে এসেছিল কি?
ঠিক মনে করতে পারে না সে,
তারপর ভাবে, এই তো এখনি ফিরে আসছি;


সে ছিল এক বিপদগামী রাত্রি;
বাড়ির কাছাকাছি পৌছে, লি দমকলের সাইরেন পায় শুনতে;
ভয়াবহ এক আতংকে, লি এর শরীর যেন যায় জমে,
দৌড়ে যায় লি,
অবশ স্থির মুর্তির মতো হয়ে পড়ে তার শরীরখানি,
সম্মুখের অবিশ্বাস্য দৃশ্যটি দেখে;


পুরো বাড়িটি তাদের
দাউ দাউ লেলিহান আগুনে জ্বলছে, পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে;


বিহ্বল স্তব্ধ অনুভবে, দেখতে পেলো লি;
তার বউয়ের বিভৎস চিৎকারে, বিদীর্ণ হচ্ছে রাত্রি
                   মুখশ্রী তার হিস্টিরিক রোগীর মতো, উম্মাদিনী;
সেদিনের বিপদগামী নেশাতুর রাত্রিতে,
অযাচিত এক জীবন জখমে,
                     লি হয়ে গেলো তার নিজ সন্তানদের খুনী।


তার কিছুকাল পরে, অসহ্য সেই অবহনযোগ্য শোকে,
চিরচেনা তার আজন্মকালের শহরে,
                      লি আর এক মুহূর্তকাল থাকতে পারেনি।


(১৩.১১.২০২০)


(কাহিনি সূত্রঃ ম্যানচেস্টার বাই দা সি ২০১৬, ইংরেজী চলচ্চিত্র! এটিকে সমালোচকেরা সাম্প্রতিক সময়ের "Flawless" তথা নিঁখুত একটি চলচ্চিত্র নির্মাণ হিসাবে আখ্যায়িত করেছে।)