বৃদ্ধ হলে তিক্ত কিছু এক চক্ষু বক,
অন্ধ ঢোলের তাল পিটিয়ে দারুণ আহাম্মক;
সুবিধাবাদী মিঠাই খেয়ে মেরুদন্ড খসে,
নিয়ম প্যাঁচার লোভী উদর ভন্ড সাধুর বেশে;


সাম্প্রদায়িক রসগোল্লা স্বজনপ্রীতির বশে,
হাবুডুবু খায় যে বুড়ো সুবিধাবাদী রসে;
শাসন সুধা বাড়ায় ক্ষু্ধা চায় যে তোষণনীতি,
বৃদ্ধ হলে স্বৈর ভুতের এক চোখা ভীমরতি;


বিশ্ব পটের ধর্ম মিলন পড়ে না চোখে তার,
বেকুব বুড়োর পক্ষপাতে আস্কারায় ছারখার;
ভাবখানা তো এমন যেন মহা জ্ঞানের সিন্ধু,
সুবিধাবাদী রসের হাঁড়ি উপচে বিন্দু বিন্দু;


চারিদিকের শ্বর্পরা সব বাঁদর আদর প্রিয়,
আকাল যখন ধরবে বুড়ো গৃহ সামাল দিও।


(০১.০২.২০২১)