একা হবার অভিষেক ঘটেছিল
বহু আগেই,
অবোধ শিশুর মতোন বুঝিনি
কিংবা স্রষ্টার নিবেদিত দাসের মতোন
করিনি মানা ।

এবং একারও আছে সপ্ত দোযখের মতোন স্তর
সেই গুপ্ত জ্ঞানও
অ-সিদ্ধার্থ এই মনে দেয়নি কখনো হানা ।

তাই একা থেকে আরো একা করে দেবার
ঐশ্বরিক স্পৃহার মতো নির্বিকার তোমাদের
যে হৃদয় শিল্প,
তাও ছিল হৃদয়বিদারকভাবেই অজানা ।

(১৫.০৪.২০২৫)