একদিন যাবো আমি তোমার কাছে,
তুমিই জীবন, তোমার চোখেই যা কিছু অবশিষ্ট জীবনের নীল অঞ্জন,
অনাদি সরোবরের মতন তুমি, ধারণ করো আমার আমূল রক্তক্ষরণ;
আমাকে যেতেই হবে তোমার কাছে একদিন,
তোমাকে সাথে করে নিতে হবে,
কেননা সেদিন,
পৃথিবীর রক্তাক্ত ইতিহাস লেখা হবে পৃথিবীর মাটিতে;


তারপর সেই মাটির কোনো উপবনে,
দেবো আমরা দুজনে;
এই পৃথিবীর এক নির্ঘাত উপমার মতো দীর্ঘ শ্রান্তিহরণ ঘুম;
চিরঅক্ষত সে ঘুম,
উড়ে উড়ে বেড়াবে নক্ষত্রের নিলয় থেকে নিলয়ে,
                             নেবে শুধু নক্ষত্রের নিষ্কলঙ্ক ওম;


কোনোদিনই ফিরে আসবে না আর
                           দেখবে না মুখ


পৃথিবীর হতবুদ্ধিকর রক্তাক্ত আঙ্গিনার।


(২২.০৭.২০২০)