একদিন যাবো আমি তোমার কাছে;


বলবো, জীবনের কোনো দাম নেই,
তুমিই আছো জীবনের দামে;
বলবো, জীবনের কাছে চাহিদা নেই,
চাহিদা আছে তোমার কাছে;
বলবো, জীবনের কোনো যুক্তি নেই,
যুক্তি বাঁধা তোমার আঁচলে;


জীবন যে আর জীবন নেই হে প্রিয়া !
যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধই মূখ্য সবিশেষ অবশেষে;
দ্বন্দ আর সংঘাতে জীর্ণ
সে জীবন, মুখটি যে লুকিয়েছে তার,
নিরলোকের নক্ষত্রলোকে;
কবিতার বর্ণমালা বিবর্ণ, আরো বিবর্ণ
পৃথিবীর রঙ বর্ণ বিদ্বেষে,
আর ধর্ম কারো জন্য বাণিজ্য,
চকচকে অভিজাত পণ্য;
সাম্য শান্তির পায়রা গুলিবিদ্ধ অগণিত,
পৃথিবীর পথ জুড়ে,
জীবনের অভিশাপে নিহত শরবিদ্ধ শোণিত;
গোলাপের মতো বিপণন হয় অস্ত্র,
জীবনের রূপ ছিঁড়ে খুঁড়ে আজ নগ্ন বিবস্ত্র;
সম্প্রীতির বদলে রক্তনদীতে, সুখী বিশ্বের
যত চূড়ামণি; রাজাদের নীতির ঔদ্ধত্য,
পক্ষ বিপক্ষ, জীবন যেনো ওতেই সমৃদ্ধ;
বিবেকহীন প্রাচীন অন্ধরা, এবং তাদের
প্রশ্রয়ে জন্মে নবঅন্ধরা, প্রাচীন গ্রন্থ হতে
খুঁড়ে তোলে হুংকার, অপ্রযোজ্য নিয়মের ধারা;
ললনার সম্ভ্রম লুটে, আধুনিক পৃথিবীতে
অচল অন্ধরা, শব্দদড়ি দিয়ে দোষী
করে ফেলে ফের ললনাকেই, প্রাণিত
করে জোর আত্মসমর্পণ আর মর্মান্তিক আত্মহনন;
অন্ধ মূর্খরাই করছে জীবনের যত শাসন;


জীবন যে এখন কত অপরিচ্ছন্ন ! বিষাক্ত
জলকাঁদায় ভেঙ্গে পড়া অচল রাস্তার মতো;
শত প্রলেপ সত্বেও অন্দরে থেকে যায় জাগ্রত,
বিভৎস শত শত ক্ষত;


এ জীবন এখন, অচলায়তন ছাড়া আর কিছুই নয়;


অবশেষে যেদিন অনন্ত রিক্ত প্রভাত হলো বাঙময়;


সেদিন ভেবেছি,


একদিন যাবো আমি তোমার কাছে
বলবো, জীবন ভালোবাসতে পারিনি,
অবশেষে ভালোবেসেছি শুধু তোমাকে।


(০৫.০৭.২০২০)