একদিন সব হবে.......


সেই এক মধুমাখা আশ্বাসে,
হেঁটে মরি ক্লান্ত পথ থেকে পথে;
পাশ দিয়ে ছোটে কত অর্জুন রথে,
কর্ণের মন ভেঙ্গে রাধা হেসে ওঠে;
সলোমন কথা বলে ময়ূরের সাথে,
জোনাহ পায় শাস্তি মৎসের পেটে;
কামনার রঙ ভাসে জুলেখার ঠোঁটে,
শেহেরজাদীরা এসে মৃত্যুকে বাঁধে;
কেউ নেই ভালোবেসে হাত রেখে হাতে,
ক্রুশকাঠে আজীবন যিশুরা কাঁদে;
তবু খুঁজি ক্লান্ত পথ থেকে পথে,
যদি সেই "একদিন" আসে দুই মুঠে;


একদিন সব হবে আশ্বাসে,
সেই এক মায়াজাল বিশ্বাসে,
খুঁজে খুঁজে একদিন সময়ের ভীড়ে,
হঠাৎই দাঁড়িয়ে যেন সেই শেষ নীড়ে;
থেমে যাই একদিন অন্ধকারে,
মুছে যায় "একদিন" সেই আঁধারে।


(16.10.2021)