একদিন, একদিন, একদিন ।


নিয়ে যাবো তোমাকে পাহাড়ে
নিয়ে যাবো কোনো সবুজ গ্রামের
সবুজের সমারোহে
চা খাবো দুজনে
কোলাহলহীন কোমল বাজারে
নিয়ে যাবো সমুদ্র সফরে
যেখানে চাঁদের আলো মাখা নীড়ে
সমুদ্রের জল পায়ে এসে
সাদরে আদর করে
নিয়ে যাবো সেই ঝরে পড়া ঝর্ণার
গহন অন্তরের জলে
নিয়ে যাবো সবুজ বৃক্ষের ছাউনির
ছুটে চলা আর শেষ না হওয়া
শহর থেকে শহর পেরোনো পথে
নিয়ে যাবো সমৃদ্ধ আড্ডার
সন্ধ্যা থেকে রাতের শৈল্পিক সমাগমে
নিয়ে যাবো হাঁটবো নিয়ে তোমাকে একদিন
শহরের সমস্ত ফুটপাথের পথ ধরে
পরিচয় তোমাকে করিয়ে দেবো
বলবো এ শহরকে, এ ও তো ছিল
কেন চিনলে না ওকে,
কেন আপন করে নাওনি তাকে ?


নিয়ে যাবার কত না কথা না রাখার
একদিনগুলো তোমার
অপেক্ষায় একদিন সারিবদ্ধ মৃত পড়ে থাকে ।


(১৮.১০.২০২২)