একদা একটি কৈশোর ছিল;
ছিল চিরহরিৎ অরণ্যের মতো রহস্যময়,_ গহীন যৌবন;
বৃক্ষের কচি পাতাদের দিকে হতো না দৃষ্টি নিবদ্ধ,
তাদের অনুপম স্নিগ্ধতায় হতাম না কখনো বিস্মিত;


কেননা তখন, আমারই অস্তিত্বটি জুড়ে ছিল
                              কচি সজীবতার সবুজ অনুভব;
আর আজ, যেন ঝরে পড়ছি খয়েরি পাতা
                    অবিরত ধীরে ধীরে এক অস্তিত্বহীন শব;


আজন্মকাল ধরে রাঙা লাল প্রিয় গোধূলিটির দিকে হাঁটছি;
আসবে সন্ধ্যা,
        ধারণ করে নেবে এরপর নিকষ কালো সে রাত্রি।



(২১.০৫.২০২১)