একটি কবিতার বই যদি ছাপাই,
নিজ সঞ্চয় শক্তিতে;
তাহলে উড়ে আসবে কি কোনো চিল,
চিৎকার করে চিরে দেবে কি আমার নিভৃত ইচ্ছের নীল;
দীপ্যমান কবিগণ ক্ষিপ্ত হয়ে মুলে দেবেন কান;
ভৎর্সনায় ভরাবেন আমার অনধিকার কবিত্বের নিখিল;
"ছন্দ রীতি জানে না, জানে না অন্ত্যমিল"


কত খরচের জঞ্জালে জীবন তো পেরোলো অনেক
সেথা থেকে চন্দ্রজলে ধুয়ে জমিয়েছি মুদ্রা খানেক;


একটি কবিতার বই-ইতো ছাপাবো;
কারো খাদ্যে দেবো না হাত
কারো দিন করে দেবো না রাত
কেড়ে নেবাে না কারো বস্তুবাদী সুখ
যেমন আছে তেমনই চলবে, বৈষম্যের শাসন যুগ;
আমার কবিতার বইটি হবে বন্ধুত্বের সোপান,
পৃথিবীর সাথে আমার, আমার সাথে পৃথিবীর;
শুধু একটি ক্ষীণকায় স্মারক,
এখানে এই মহাভূমে ছিল আমার একটি নীড়;
নিঁখুত কবিদের অহংকারে সে ছুঁড়বে না কোনো তীর,
নিরীহ দাড়িয়ে রবে দূর, মহা কবিদের ভীড়;


বইটি শুধু আমার সৌম্য সঙ্গী হবে;
জীবনের অশ্লীল যত আক্রমণ মাঝে,
হবে আমার নিঃসঙ্গ শৌর্য, সান্তনা দেবে সে;
আর শুনশান নীরবতার নিভৃত নিলয়ে
হঠাৎই খুঁজে পেয়ে বইটি,
কারো কারো হৃদয়ে এনে দেবে অমোঘ জীবন দ্যুতি।


(০৯.১২.২০২০)