হৃদয়ের রক্ত ঝরছে টুপ টুপ করে,
আমার শরবিদ্ধ দেশপ্রেমিক বুকে;
হায়েনার হাসি বিকৃত বিকার, শুনছি আবার
বাংলাদেশের স্বাধীন বাতাসে;
ভাসছে বিভেদের বিষ নিরপেক্ষ ধর্ম স্রোতে,
স্বাধীন জননীর আত্মার মাংস নিচ্ছে ছিঁড়ে, দেশদ্রোহী কুকুর-ককুরী;


মুক্তিযোদ্ধার নিবিড় আলো, মুজিবের তর্জনী,
ডাকছে আমায় মহা মৃত্যু, মৃত্যুঞ্জয়ী বীর মুক্তির সূর্যস্নানে;
হে মহান মুজিব, যদি বলো থামাতে কবিতার কলম,
হতে রণদেবদূত, তাহলে বলো না এবার বিজয়ের পর থেমে যেতে,
ক্ষমা আর দয়ায় দ্বিতীয়বার, সে ভুল করবে না আর
তোমার সূর্যসন্তানেরা, বাংলাদেশের নব জাগরণের নব মুক্তিযোদ্ধারা;


এবারের যুদ্ধের পরম গন্তব্য হবে সবিশেষ,
শুদ্ধ বাঙালির জন্য, ধর্ম, কর্ম, ধ্যান, জ্ঞান একটি মাত্র শব্দ - বাংলাদেশ;


আর বাকি সব কিছু অপ্রধান।


(৩০.১২.২০২০)