জানি না জাতিধর্ম তোমার
এভিলিন বিয়েট্রিস হল;
স্বর্গ হতেই পেলে কি তুমি;
এই অমৃত বাণীর জল?


লক্ষ কোটি পাতায় পাতায়
খুঁজেছি বিশ্বময়;
এক রাতে দেখি জ্বলছে হেথায়
কথামালা বিস্ময়!


দ্বন্দ্বে দ্বন্দ্বে জয় আনন্দে
মাতোয়ারা ইনসান;
বিশ্বের যত জাতি আছে-
যেন তর্ক করা নাদান!


ক্ষুন্ন হৃদয় খুঁজিছে যখন
কি বলি বন্ধুরে;
তখনি তুমি উদয় হলে
উদ্ধারিলে মোরে!


তোমার-আমার মতের ভেদে
হয় না যে কিছু খর্ব;
মতপ্রকাশের অধিকারে যেনো
জীবনটা হয় উৎসর্গ।


_______________
অমর বাণীটি হলোঃ


“বন্ধু! তুমি যা বলছো, সম্মতি আমার একটুও নেই তাতে;
কিন্তু তোমার তা বলার অধিকারে,
আমি উৎসর্গ করে দেবো আমার জীবনটাকে”।


বন্ধু! তবে এভাবেই পথ চলি চলো!


(Evelyn Beatrice Hall wrote the phrase:
"I disapprove of what you say, but I will defend
to the death your right to say it" in 1906.)


(১৮.০৬.২০২০)