ঘড়ি কিন্তু চলতে থাকে;
মানুষও থাকে শৃংখলিত সময়ের সাথে;
শুধু মানুষেরা কখনো কখনো পড়ে থমকে,
যখন বাঁধে গোলমাল জীবনের অঙ্কে;
এছাড়াও মানুষ, থেমে পড়ে কারণে অকারণে,
কাঁদে, হাসে, কখনো ওঠে চমকে!


ঘড়ি কিন্তু চলতে থাকে;
নির্লিপ্ত নিরাকারের মতো
পরিমাপ করতে থাকে
পৃথিবীতে প্রতিটি মানুষের সময়;


মাঝে মাঝে মানুষ ভীষণ রেগে ওঠে,
ক্রুদ্ধ চোখে তাকায়, সময়ের দিকে;


"আর কিছুটা সময়",_ নির্মম সময়টা দিলো না তাকে।


(০৪.০৬.২০২১)