আমি মধ্য রজনীতে জেগে থাকা
এক দৈন্য অকবি;
তারপরও ভাবি কবির সাহসে,
পাহাড়ের গায়ে নির্জন ঘুমে
ঘুমায় কি এখন রাজকন্যা কবি?


চুপ করে থাকো সব
শুধু চাঁদ তাঁর রাঙা গালে
ফেলবে আলো রূপালি!
মধ্য রজনীর নীল আঁধার, পরশ বুলিয়ে
নীলচে করে দেবে তার চুল - রূপে রূপবতী;


চুপ করে যাও সব
রাজকন্যা জেগে ওঠে যদি
দেখনি কখনো এমন - রাগে রাগবতী;


ঘুমাতে দাও ঘুমাতে দাও
রাজেন্দ্রানী কবিরে,
স্বপ্নঘুম থেকে জেগে উঠে
কবিতার খাতা খুলে দেবে সে,
প্রজাপতিদের ডেকে এনে
আমাদের মাঝেই ছড়িয়ে দেবে - আবির দুঃখনাশী;


তাইতো ঘুমন্ত রাজকন্যা কবি,
রূপকথার মতো - আমরা এত ভালোবাসি।


(০৯.০৭.২০২০)