কালরাতে চুপিসারে এসেছিল আমার প্রেমিকা বর্ষা;
কিন্তু কিছু পরেই, হঠাৎ কোথা থেকে এসে গেলো
দানবীয় ডাকাত ঘুর্ণির মতো
                        বন্দুকধারী সন্ত্রাসী এক যুবক;
বন্দুকের নলের মুখে উপর্যুপরি লাঞ্ছিত হলো
                                       আমার প্রেমিকা;
যুবকের তীব্র তর্জন গর্জনে, হেলে পড়লো কয়েকটি
ল্যাম্পপোস্ট, শিকড়চ্যুত হলো কয়েকটি বৃক্ষ,
           আর উড়ে গেলো সশব্দে দুটি টিনের চাল;


অথচ এত আতঙ্কের মাঝেও আমার মনে পড়লো,
মেরিনা নামের এক অপরিচিত নারী'র করা অপমানে
আমি শুরু করেছিলাম,_  হৃদয় দগ্ধী বিষ পান;
লাঞ্ছিত প্রেমিকার চিৎকারে যখন চিরে চিরে
আকাশ ছিঁড়ছিল বিদ্যুত
            আর উড়ে যাচ্ছিল যেন বহু জনপদ,


তখন আমার চোখের সম্মুখে আরেক ঘুর্ণিঝড়ের মতো
                 ঘুরছিল হৃদয়হীনা রমণী মেরিনার মুখ ।


(২৪.০৬.১৯৯৬)