কবিতা কবিতার শত্রু নয়,
বোঝে না শুধু কিছু লোকে;
গদ্যকে বানায় পদ্যের শত্রু,
অবিরাম যায় বকে;


গদ্যের কত অমিয় চরণ,
মুখে মুখে আজ ফেরে;
তবু মানবে না উঁহু, কিছুতেই না !,
বোঝাবে আর কি করে ?


বন্ধনহীন শব্দ চিত্র,
গদ্যই করে সম্ভব;
উপমা রূপকে মুক্ত দ্যুতির
আশ্চর্য অনুভব;


রবি ঠাকুরও লিখেছে কবিতা,
অনন্য গদ্য ঢঙে;
জীবনানন্দ রাঙালো তাকে,
স্বর্গ রহস্য রঙে;


সুভাষ এর পর সুনীল শক্তি,
শামসুর ও সৈয়দ হক;
নির্মলেন্দু জয় গোস্বামী
গড়েছে গদ্য দ্যুলোক;


পদ্যের পর আধুনিক কালে,
গদ্য কবিতার সময়;
সময়ের দাবী কি খন্ডিত হয়?
এই কবিতারই হবে জয়!


পদ্য কবিতাই সত্য কবিতা,
অযথা তর্ক ভোলো;
গদ্য কবিতার ঐশ্বর্যে এসো
বোধের জানালা খোলো;


গদ্য কবিতা কাব্য জগতে,
চিরতরে নিয়েছে স্থান;
পদ্য আছে পদ্যের ঘরে,
বৃথা অভিযোগ অভিমান !।


(04.10.2021)


(* "গদ্য ভাষার নিজস্ব যেটা ছন্দ, সেই ছন্দ যদি কবিতায় চলে আসে ক্ষতি কী।" - নীরেন্দ্রনাথ চক্রবর্তী


* "গদ্য আর পদ্য পরস্পরের কাছ থেকে যদ্দিন না নিতে শিখছে, তদ্দিন গদ্যেরও মুক্তি নেই, পদ্যেরও মুক্তি নেই।" - নীরেন্দ্রনাথ চক্রবর্তী


* "কথা হলো, প্রথাগত ছন্দটা জেনে রাখা ভালো। কিন্তু এর দাসবৃত্তি করা ভালো নয়। " - নীরেন্দ্রনাথ চক্রবর্তী )