হাতটা রাজার নাকটা রাজার সব সময়ই লম্বা,
পিনোকিওর মিথ্যে গুলো মন ভোলানো রম্ভা;
রাজার গায়ে নেই তো কাপড় তবু বেলাজ হাসে,
স্বৈরাচারী ভূষণ পরে রাজ্য কাঁপায় ত্রাসে;


গণতন্ত্রের মহান জ্ঞানীর মহান কথাগুলো,
সব রাজারা প্রাসাদ পেলে তার বাগানে ধুলো;
নির্বাচনে জিতে গেলে সব রাজারাই নিরো,
ইতিহাসের ভিলেন গুলো রেফারেন্সে হিরো!


যুগে যুগে পৃথিবীতে আধিপত্যবাদে,
রাজা-তন্ত্রের দন্ড হাসে প্রজারা সব কাঁদে;
ইতিহাসের রাজার মতোই গণতন্ত্রের ফণা,
বিশ্ব জুড়ে তন্ত্র সবই ধূর্ত শেয়াল মনা;


সব দেশেরই জনতারা বড্ড সরল সোজা,
বহন করে স্বৈর রাজার অত্যাচারের বোঝা;
জনতাদের সহ্য করার সুযোগটা নেয় রাজা,
বছর বছর পার হয়ে যায় দিতে রাজার সাজা;


গণতন্ত্রের সুধামন্ত্রের সকল দেশের মাটি,
জনতাদের নেই অধিকার রাজাদেরই ঘাঁটি।


(১১.০২.২০২১)


ধরন: অষ্টদশপদী
ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)