বেহদ্দ এই হনুমানের অসভ্যতার ভাষা,
পদ্য লেখে মদ্য পানে আসর সর্বনাশা;
অর্থ ছাড়া আবর্জনা সবার তেতাে খাদ্য,
তালি পেয়ে হাঁদারামে বাজায় বেদম বাদ্য;


বাংলাদেশে কামড় বসায় হিলি কুপের হনু,
আবার খায়েশ আসবে এ দেশ ছিঁড়বো রে তোর তনু;
আসার আগে ভাবিস হনু কোথায় দিলি গুঁতা,
বাংলাদেশের দেশপ্রেমীরা ভাঙ্গবে মাতাল থোঁতা;


লেনদেনের এই জোয়ার মাঝে পায় যে হনু তালি,
কি সব লেখে বদ্ধ পাগল পদ্য লাথি গালি;
যারা একে দেয় যে তালি চোখে কুলুপ আটা,
লেনদেনের এই মাতাল মোহে নীতি হচ্ছে কাঁটা;


হায়রে খোদা কাব্য সুধা হনু'র হাতে মাতাল,
হনুমানের দেখা-দেখি নাচে আরো বেতাল।


(২০.০১.২০২১)


ধরন: চতুর্দশপদী
ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)