হারাতে হারাতে সবকিছু.......
             একসময় জীবনটাও;
চোখ বুজে তখন শুধু বিশ্রাম,
এছাড়া আর কোনো কাজ নেই;


দরজায় এসে ডাকবে না কেউ
বেজে উঠবে না ফোন;
কোথাও যাবার নেই কোনো তাড়া
কোনো কিছু নিয়ে বিরক্তি অথবা
আহ্লাদিত হবারও কোনো কারণ থাকবে না;


প্রয়োজন পড়বে না পথের বাঁকে,
পড়ে থাকা পাপ-পূণ্য সমূহ থেকে
ছেঁকে ছেঁকে হাতে তুলে নেবার;
আর থাকবে না কবিতার শুদ্ধতা নিয়ে
                       সাঁড়াশি যত চিৎকার;


বস্তুত, জেগে ওঠারই প্রয়োজন নেই
পূর্ব নির্ধারিত আঁধার নিঝুম ঘরে;
অবশেষে আসা হলো যেখানে, একটানা অনেক দহন পরে;


তোমাদের কারো কারো ভালো লেগেছিল জানি,
                           তবে আমার তেমন ভালো লাগেনি;
শুধু সেটুকুই,
কবিতার সাথে পেয়েছিলাম কিছু বন্ধু;
আর আমায় হতবাক করে দিয়ে একদিন,
কবিতার আলোর মতো এক তরুণী,
              আমার হাতের ওপর রেখেছিলো তার হাত,
                                         ডেকেছিলো আমায় কবি;


তবুও ধন্যবাদ তোমায়, হে আমার একজীবনের পৃথিবী।


(১২.১০.২০২০)