এক মদনে হঠাৎ করে সভ্য জ্ঞানীর ঘরে,
ঢুকে পড়ে প্রথম দিকে আমতা আমতা করে;
এদিক সেদিক বুঝে শুনে তোলে তারি ফণা,
নীচু জাতের নীচু ভাষায় লিখে মদন সোনা;


অর্ধ জ্ঞানে সাহস কতো করে আলোচনা,
জ্ঞানীর নখের নয়তো যোগ্য তবু ইতরপনা;
সভ্য ঘরে সুযোগ পেয়ে উঠবে জাতে মদন,
অচল শিক্ষা খায়েশ কত হবে জ্ঞানীর মতন;


অচল পুঁথির সর্প গুলো ছাড়ছে একে একে,
সভ্য জ্ঞানীর ঘরে মদন বিষের বাঁশি ফুকে;
ছুঁড়িস যে তুই বিষ মাখা তীর অন্য ধর্ম মাঝে,
তোরটা যেন শ্রেষ্ঠ শুধু বাকী ধর্ম বাজে;


ভাবিস বিরাট জোট বেঁধেছি কয়েক লক্ষ মদন,
কোটি বাংলা পাত্তা দেয়না হিংস্রবাদী বদন ।


(২৩.১২.২০২০)


ধরন: চতুর্দশপদী
ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)