হবে, হবে, হবে;
তবে সম্ভব হলো না কোনো কালে;


ছায়াছবির গান, উপন্যাসের পাতায়,
কৈশোরে আর ক্ষিপ্র যৌবনে
কেঁপেছে বুক শত সহস্রবার;
এই বুঝি হয়ে যাবে,_ আমারও;
প্রণয় মধুর মুগ্ধ হাসি
কোনো প্রতিমার লাল ঠোঁটে;
পাঁপড়ি মসৃণ রাঙা আঙ্গুল
আলতো ছোঁবে আমার মুখজুড়ে;


সীমানার কাছে পৌঁছে
আটকে আছি আজো সেই যুগে;
ছায়াছবির গান, উপন্যাসের পাতায়
হারিয়ে গেলে এখনো,
ভুলে যাই বয়স;
পাকা চুল, অমসৃণ ত্বক
ঈশ্বরের দেয়া যতো খুঁত;
বোকার মতন মনে হয়
এখনো যে সবুজ!
ভিজিয়ে দিয়ে কেড়ে নেবো
কোনো প্রতিমার হৃদয়ের সুখ;


হবে না; হবে না; হবে না;
চুরি করে নিয়ে গেছে সময়,_সব সম্ভাবনা ।


(১১.০৬.২০২০)