আমি বাঁধন হতে চাইনা আর
সামান্যতম
তোমার বর্ণিল দুটো মুক্ত পাখনার ।


বাধাও হতে চাই না আর
সামান্যতম
আকাশের নীলে পিঠ রেখে ভেসে থাকবার
আকাঙ্ক্ষা তোমার ।


আমি নিষেধের বেড়ি হতে চাই না আর
যে কোনো সবুজে অরণ্যে বৃষ্টির পাহাড়ে
ইচ্ছে খুশি মতো ছুটে যাবার
যে কাউকে সঙ্গী নেবার
বন্ধুর চেয়েও অধিক যারা দাবীদার
তোমার শিশির স্নিগ্ধ সঙ্গ উপভোগের
দাবীতে যাদের আছে অগ্র অধিকার ।


আমি দেয়াল হতে চাই না আর
সামান্যতম
শৈল্পিকতায় মুখরিত যত আড্ডার পথে
অসীম তৃপ্তি, দৃঢ়তম অঙ্গীকার ও উচ্ছাসে
ছুটে যাবার, মিলিত হবার ।


হতে চাই না অভিমানী শব্দসমূহের মুখ
সামান্যতম আর
সকল সন্ধ্যার সঙ্গীতানুষ্ঠানে
অন্য কারো ধ্রুপদী সঙ্গ প্রার্থিত যখন বার বার
তোমার ঘুরে বেড়ানো সকল সমৃদ্ধ সন্ধ্যার
অক্ষর শব্দ বাক্যে সুখ যাপন ও সফলতার ।


আমি নির্দয় লাঠিয়াল, লোভী সম্রাট
হতে চাই না আর
সামান্যতম
দখল করে নেবার
জীবনে জাগিয়েছ যত অনবদ্য চরাচর
গড়েছ যত না সুরভিত প্রান্তর
অনন্য ভাবনা দর্শনে সতত উদ্ভাসিত উজ্জ্বল
ভুবন তোমার ।


আমি ঈর্ষান্বিত প্রেমিকের মতো
রুদ্ধ করবো না আর
সামান্যতম
ভালোবাসার দেবীর মতো
মানুষরূপ নর বন্ধুদের জন্য
আজন্ম যেন খুলে রেখেছ তুমি
যে উষ্ণতার দুয়ার ।


হতে চাই না কামার্ত দেবতার মতো
হিংস্র আর
স্বর্গের ঝলমলে আলো মাখা
স্বাধীন ডানা দুটো ছেঁটে দিয়ে
হতে চাই না হত্যাকারী আর
কবিতার মতো তোমার শিল্প স্বাধীনতার ।


শুনশান নির্জন বিলে একাকী সারসের
মতোই ছিলাম একদিন
তারপর দৈবাৎ ক্ষণকাল
যেন দুরন্ত মাছরাঙা
তোমার অনন্য সত্তার স্নিগ্ধ সরোবরে
ফিরে যাবো আবার
ধ্যানী সারসের মতো একাকী হতে
নির্জন ঝিলের নিঃসঙ্গে
আসবে গোলাপী শাপলার মেয়ে
মাঝে মাঝে
দেখবে সারস এক উদাস ঋষির মতো
কখনো ব্যাকুল
কখনো বিতৃষ্ণ ঠোঁটে তুলে নিচ্ছে
এই বেঁচে থাকার বিষন্নতা অপার।


(২৮.১১.২০২২)