সে ছিল আমার যাদুময় ভুবনের জীবন,
অবারিত শস্যের সবুজ ক্ষেত্রে, উড়তো সবুজ মন;
নীল হৃদয়ে রাখতো হাত নীলিমা,
মন খারাপের দিনে মেঘের মুখ হতো ভার;
যখন ইচ্ছে তখন, আমি নির্বিকার নীল নক্ষত্র অবতার;


পাহাড়ের মৌনব্রত ভেঙ্গে হতো ছারখার;
আমার যাদুময় ভুবনে যখন থামাতো তরী,
পারস্য রমণী, পরী প্রজাপতি আর অপ্সরী;
রূপকথার ডালে ডালে স্নেহশীল নিশ্চুপ, ব্যাঙ্গমা ব্যাঙ্গমী;


আজো সে ভুবন আমার কাছে আসে;
পুরোনো কৈশোরের মতন, যখন সে ছিল সারাক্ষণ পাশে;
শুধু পালায় তখনই ভয়ে,
যখনই শোনে পদশব্দ, আসছে জগতের কোনো মানব,
তার সন্দেহ, শ্লেষ তিরস্কার,
আর নানাবিধ কলুষতার,_আমরণ ভারটি বহন করে।


(১২.০১.২০২১)