অহেতুক হত্যার এ খেলা আর
কতদিন চলবে এ শহরে আমার
রাজনীতির এই ঘৃণ্য পরিবেশে
কতদিন মানুষ আর বেঁচে রবে।


কত রক্ত মিশে যায় রাজপথে
গণতন্ত্রের নামে মিথ্যে শপথে
কত মায়ের বুক খালি হয়ে যায়
রাত কাটে তার নিদারুন যন্ত্রণায়।


নির্বোধ মানুষ তুমি এবার জেগে ওঠো
নিরাময় করো এ সমাজের ক্ষত - জেগে ওঠাে!
নির্বোধ মানুষ তুমি এবার জেগে ওঠো
রুখে দাঁড়াও করো তুমি প্রতিহত - জেগে ওঠো!


ক্ষমতার লোভের ওই তাড়নাতে
যুবকেরা লাশ হয়ে যায় রাজপথে
রক্তের দাগ চেয়ে দেখাে লেগে আছে
তোমার হাতের ওই করতলে।


যে যুবকটি মরে গেলো আজ হায়
রাজনীতির কারণে এই অবেলায়
মিথ্যে মোহে তাকে জড়িয়েছো
মিথ্যে স্বপ্নে তাকে ভুলিয়েছো।


অহেতুক এই মৃত্যু ফাঁদ পেতে তুমি
বাড়িয়ো না তোমার রক্ত শাপে ঋণ
কেড়ে নিও না তুমি আর সোনালী যুবকের
বেঁচে থাকার স্বপ্নে ভরা দিন।


জেগে ওঠো...নির্বোধ মানুষ তুমি এবার জেগে ওঠো।


(২২.১১.১৯৯৮)


(কবি বন্ধু মোঃ আমির হোসেন কে উৎসর্গ। কবি আপনার এখনকার যে ক্ষোভের উৎস, সেই অস্তিত্বরাই বিরাজ করতো যে সময়ে লেখা এই গীতিকবিতা, লক্ষ্য করেছেন তারিখটি আশা করি। সুতরাং আমার কিঞ্চিত নিরপেক্ষ চেতনা বুঝবেন আশা করি। আমার সব গীতিকবিতাই সুর করা, তবে এর সুর ভুলে গেছি, হয়তো কোনদিন আবার নতুন সুর দেবো! এবং বন্ধুকে চিৎকার করে গেয়ে শোনাবো বাংলার কোনো নদীর ঘাটে, কোনদিন নির্ক্ষোভ এক সময়ে।)