কিছু কিছু আছে বেখবর কবি, বলে জীবনানন্দ সুরে
কেউ কেউ কবি, বাকী সব কবি কাব্য হতে বহুদূরে
বেখবর কবি! তোমাকে বলি আগে জীবনানন্দ হও
তারপর করো বেদিল মশকরা অন্য কবি-আনন্দ খুঁড়ে।


(২৭.০৯.২০২০)


(* দেশে, কবি হিসাবে এক নামে কেউ চেনে না, কাব্যরীতিতে পারদর্শী কিনা, তারও কোনো সাক্ষ্যপ্রমাণ নেই, অথচ মনে করে বিরাট কবি সে! - হায় বেখবর কবি! এবং আমাদের মতো সৌখিন কবিদের জীবনানন্দ সুরে ধমক দেয় সুযোগ পেলেই - জীবনানন্দ কবি যেন জনাব!)