এদিকে এসো না, এদিকে ঝুলছে তালা;
এখানে ছিল কিছু অনাহারী,
               তার মাঝে বেশ কিছু অবলা;
চলে গেলো ওপারে, ব্যস মিটে গেল ঝামেলা;


ওদিকে যেও না, ওটা লখিন্দরের বাড়ী;
উঠোনে চুল খুলে বসে আছে বেহুলা,
আজ উনুন জ্বলেনি;
গতরাতে পুড়ে ছাই হলো ধানের গোলা,
কেউ জল চেনেনি;


ওখানেও যেও না, খিদে পেটে সেখানে
মানব নামের প্রাণী;
অসম খাত দিয়ে জীবন কেনো ধায়
সেসব শিলালিপি ওরা পড়েনি;
আমাদের মতো সুখী বুকে,
নিরর্থ দুঃখী দর্শনে
             ভাবার ফুরসত ওরা পায় না,
"কেনো জীবনের খাঁচাগুলো
                      একদম ভাঙা যায় না" ।


(20.09.2021)