উননিশো একাত্তর;
আমার জন্মভূমির কালের ঠিকানায়,
কিংবদন্তীর এক বিজয়ের প্রান্তর;
তার মাঝে এক সূর্যমুখী দিন,
ফুটে আছে অমলিন
প্রতিটি বাঙালির হৃদয়ের ভেতর;


বাধ ভাঙা আবেগে ওঠে তুমুল উচ্ছাস,
হাসে বাংলাদেশের মুক্ত নীলিমা,
নাচে তার আনন্দময়ী বাতাস;
আর বহে বিজয়ের অদম্য স্রোত,
জ্বলে ঝলমলে অপরূপ দেশাত্ববোধ,
বাংলাদেশের হাজারো জলরাশিতে;


শোনা যায় চারিদিকে উচ্চকিত বিজয়ের শোর,
স্বাধীন সূর্যোদয়ে শোভিত হয় বাংলার নীল অম্বর;
বাঙালির হৃদয়ে জ্বলে অনির্বাণ শিখা,
স্বর্ণালী সুদৃঢ় এক চেতনা, স্বাধীন এবং স্বয়ম্ভর;
যখনই আসে আমার বাংলাদেশে
বছর ঘুরে রক্তিম বিজয় দিবস,
উননিশো একাত্তরের ষোলই ডিসেম্বর।


(১৬.১২.২০২০)